শহর প্রতিনিধি»ইয়াবাসহ মোঃ শেখ ফরিদ ওরফে ফরিদ (৩২) নামে ইয়াবা বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহঃবার ফেনী কোর্টের হাজতখানার সামনে থেকে হাতেনাতে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায় আটকের সময় শেখ ফরিদ একজন হাজতির কাছে ইয়াবা সরবরাহের চেষ্টা করছিল।
আটক ফরিদ ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের পূর্ব পাঠনগড় গ্রামের মরহুম নজির আহাম্মদের ছেলে।
ফেনী কোর্টে হাজতীকে ইয়াবা সরবরাহের সময় যুবক আটক
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 1, 2016, 12:58 pm