ফেনী ইউনিভার্সিটির চেয়ারম্যান হলেন আলাউদ্দিন নাসিম

শহর প্রতিনিধি»প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ফেনী ইউনিভার্সির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১১টায় ইউনিভার্সিটির বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। একই সভায় আকরাম হোসেন হুমায়ুন ও সাহেদ রেজা শিমুলকে ভাইস চেয়াম্যান নির্বাচিত করা হয়।
সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুস সাত্তার, ভিসি ড.ফসিউল আলম, ট্রেজারার প্রফেসর তায়বুল হক ও ব্যাংকার জালাল আহম্মদ চৌধুরী পাপ্পু।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com