নিজস্ব প্রতিবেদক»জয়নাল আবেদীন (৩৮)প্রকাশ জয়নাল মেম্বার নামে যুবলীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা । ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বড়পোল এলাকায় মঙ্গলবার রাত ১০টার দিকে এঘটনা ঘটে। নিহত জয়নাল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদকও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার এর সমর্থক।
নিহতের ভাই আমির হোসেন অভিযোগ করেন, জয়নাল আবদীন মঙ্গলবার রাতে পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা যুবলীগ নেতা কামাল মেম্বারের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল তার ওপর হামলা চালায়। এসময় জয়নাল আবদীনকে উপর্যপুরি পিটিয়ে ও গুলি করে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
অন্তঃকোন্দলের জেরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছে।
ফেনীর বালিগাঁওয়ে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 6, 2016, 8:37 pm