জাবেদ হোসাইন মামুনঃঃফেনীতে পারিবারিক কলহের জের ধরে নার্গিস আক্তার (১৮) নামে এক গৃহবধুকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে বলে জানা গেছে। ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের কাটা মোবারক ঘোনা গ্রামের ভূঞা বাড়িতে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে ফেনী মডেল থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে। পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, লেমুয়া ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের মো. শাহাজানের মেয়ে নার্গিস আক্তারের সাথে চলতি বছরের ২১ এপ্রিল ৫ লাখ টাকা দেন মোহরের বিনিময়ে ফরহাদ নগর ইউনিয়নের কাটা মোবারক ঘোনা গ্রামের ছিদ্দিক আহম্মদের ছেলে মো. ইউছুফের সাথে বিয়ে হয়। তার স্বামী ইউছুফ চট্টগ্রামে কর্মরত রয়েছে। পারিবারিক কলহের জের ধরে স্বামীর বাড়ির লোকজন বৃহস্পতিবার রাতে নার্গিসকে পিটিয়ে হত্যা করে লাশ সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
ফেনীর ফরহাদ নগরে গৃহবধুকে হত্যার অভিযোগ
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 2, 2016, 7:27 pm