নিজস্ব প্রতিবেদক»ফেনীর ৪ উপজেলার ১২ইউপিতে আগামী ৩১ অক্টোবর নির্বাচত অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো ফেনী সদর উপজেলার বালিগাঁও এবং ধর্মপুর। পরশুরাম উপজেলার মীর্জানগর,চিথলিয়া ও বক্সমাহমুদ ইউনিয়ন। ফুলগাজী উপজেলার ফুলগাজী সদর ইউনিয়ন,মুন্সীরহাট,দরবারপুর,আনন্দপুর,জিএমহাট ও আমজাদহাট ইউনিয়ন। একইদিন ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের স্থগিত ১ টি ভোট কেন্দ্রে মেম্বার পদে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
তবে বালিগাঁও,ধর্মপুর ও পাঠাননগরে প্রার্থীদের পুনরায় মনোনয়নপত্র দাখিল করতে হবেনা। ফুলগাজী ও পরশুরামের যে ৯টি ইউপিতে পুনঃভোট হবে সেগুলোতে মনোয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর। যাচাই-বাছাই ৭ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৪ অক্টোবর। নির্বাচন কমিশনের উপ- সচিব ফরহাদ আহম্মদ খাঁন এসব তথ্য জানিয়েছেন।
ফেনী,পরশুরাম,ফুলগাজী ও ছাগলনাইয়ার ১২ ইউপিতে নির্বাচন ৩১অক্টোবর
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 26, 2016, 10:25 am