নিজস্ব প্রতিবেদক»ভারতীয় পোশাক, ট্রাকভর্তি কাঠ ও বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করছে ৪বিজিবির জওয়ানরা। শনিবার পরশুরামের কমুয়া, গীতাবাড়ী, সুবারবাজার ছাগলনাইয়ার মধুগ্রাম বিওপির জওয়ানরা এসব জিনিস উদ্ধার করে। উদ্ধার করা জিনিসের আনুমানিক মূল্য এক কোঠি ত্রিশ লাখ দশ হাজার তিনশ টাকা বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি জানায়, শনিবার ছাগলনাইয়ার মধুগ্রাম বিওপির জওয়ানরা ট্রাকভর্তি অবস্থায় ১৪৫৪পিস শাড়ী, ৭০পিস লেহেঙ্গা ও ২৬৪ ঘনফুট ভারতীয় কাঠ উদ্ধার করে।
একইদিন পরশুরামের কমুয়া, গীতাবাড়ী, সুবারবাজার বিওপির জওয়ানরা ৩৪৯বোতল হুইস্কি, ৯০ বোতল ফেন্সিডিল,২৬বোতল বিয়ার ও ৬শ গ্রাম গাঁজা উদ্ধার করে।
একইদিন পরশুরামের কমুয়া, গীতাবাড়ী, সুবারবাজার বিওপির জওয়ানরা ৩৪৯বোতল হুইস্কি, ৯০ বোতল ফেন্সিডিল,২৬বোতল বিয়ার ও ৬শ গ্রাম গাঁজা উদ্ধার করে।