শহর প্রতিনিধি»সাইফ মুনতাসির তাওহিদ নামে এক কিশোরকে অপহরণের দেড় ঘন্টা পর উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। তাওহিদ ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। শহরের আল-কেমী হাসপাতাল সংলগ্ন একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। সোমবার দুপুরে তাওহিদকে শ্রেণী কক্ষ থেকে ডেকে নিয়ে অপহরণ করে বখাটেরা। তাওহিদ ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন বাবুলের পুত্র। পুলিশ ও তাওহিদের পরিবার সূত্র জানায়, বেলা ১২টার দিকে কয়েকজন বখাটে শ্রেণীকক্ষে প্রবেশ করে তাওহিদকে কৌশলে ডেকে বাইরে নিয়ে চড়-থাপ্পড দিয়ে জোরপূর্বক সিএনজি অটোরিক্সায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এসময় তার সহপাঠিরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে পরিবারের লোকজন পুলিশকে অবহিত করে। পুলিশের অভিযান টের পেয়ে বখাটেরা সাইফকে শহরের আল-কেমী হাসপাতালের পাশে রেখে পালিয়ে যায়। সাইফ জানায়, ‘আলভি, আবিদ, মাসুদ রানা সহ কয়েকজন বখাটে একটি কক্ষে আটক রেখে বিদ্যুতের তার দিয়ে তাকে বেদম পেটায়। সাইফের বাবা দেলোয়ার হোসেন বাবুল জানান, পুলিশের তৎপরতায় তার ছেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন। ফেনী মডেল থানার এস আই সাইফুল ইসলাম জানান, উল্লেখিত বখাটেদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
ফেনীতে স্কুল ছাত্র অপহরনের দেড় ঘন্টা পর উদ্ধার
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 19, 2016, 8:19 pm