নিজস্ব প্রতিবেদক»শহীদুল ইসলাম নামের পঞ্চাশোর্ধ এক রিক্সা চালককে বিষ খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়ায় এ ঘটনা ঘটে। বুধবার বিকালে নিহতের স্ত্রী জোহরা বেগম বাদী হয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।মামলায় বেচু মিয়া, কালু মিয়া, পঁচা মিয়া, টেম্পু মিয়া, জসিম, রিফাত ও অজ্ঞাত আরো ৭-৮ জনকে আসামী করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া এলাকার রিক্সাচালক শহীদুল ইসলামের বড় ছেলে শাহাদাত হোসেনের গত এক বছর আগে পদুয়া এলাকার বেচু মিয়ার মেয়ে রহিমা আক্তার প্রিয়াংকার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে নবদম্পত্তির পরিবারে কলহ লেগেই আছে। এসব ঘটনায় বিভিন্ন সময় প্রিয়াংকার বাবা, চাচা, ভাই ও তাদের লোকজন তার স্বামী ও শশুরকে হুমকি-ধমকি দেয়। গত সোমবার শাহাদাত তার শশুর বাড়ী গেলে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এনিয়ে প্রতিবাদ করলে গত মঙ্গলবার দুপুরে প্রিয়াংকার বাবা বেচু মিয়া, চাচা কালু মিয়া, পঁচা মিয়া, টেম্পু মিয়া, জসিম, ভাই রিফাত সহ ৭-৮ জন মঠবাড়িয়ায় এসে বসতবাড়ি ভাংচুর করে। এসময় ঘরে থাকা শহীদুল ইসলাম এগিয়ে আসলে তাকে মারধর করে। একপর্যায়ে তার মুখে বিষ ঢেলে চলে যায়। তার গোঙানি শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফেনী মডেল থানার ওসি মো: মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফেনীতে মুখে বিষ ঢেলে রিক্সাচালককে হত্যা
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 21, 2016, 8:00 pm