নিজস্ব প্রতিবেদক»ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। ঈদের বাকি আর মাত্র ৪দিন। মাংসের সাথে চাই খোলা পিঠা। ভোজন রসিকরা সেটা মিস করবে কেন। আর ঈদ কে সামনে রেখে ফেনীতে মাটির খোলা (তাপা) বিক্রির ধুম পড়েছে। ছাগলনাইয়া জমদ্দার বাজারের মৃৎশিল্প লোকনাথ পাতিল দোকানের মালিক দিবাকর চন্দ্রপাল জানান, ঈদ উপলক্ষে খোলা বিক্রির চাহিদা বেড়েছে। বর্তমানে দৈনিক গড়ে ১ হাজার টাকার খোলা বিক্রি হয়। আগে যেখানে গড়ে ২/৩শ টাকার খোলা বিক্রি হতো। বেশিরভাগ খোলা আসে মুলত কুমিল্লার পদুয়া ও চাঁদপুরের হাজীগঞ্জ থেকে। ফেনীর কয়েকটি উপজেলায়ও কিছু খোলা তৈরি হয়। বিভিন্ন দরের খোলা রয়েছে। প্রতি পিচ ২০-৩০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তিনি জানান, এছাড়া ও শীত মৌসুমে খোলা বিক্রি হয় বেশি।