ফেনীতে মসজিদের খতিবকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক»ফেনী শহরতলীর বাখরাবাদ গ্যাস অফিস সংলগ্ন বায়তুল আমান জামে মসজিদের খতিব ও দারুল আম্বিয়া মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রাহাত মিজানকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে বাবু (২৩)নামের এক যুবক। এ ঘটনায় তিনি ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন।
জানা যায়,১৭ সেপ্টেম্বর হত্যার হুমকি পেয়ে পরদিন ফেনী মডেল থানায় এ অভিযোগ দায়ের করেন মাওলানা মুহাম্মদ রাহাত মিজান।তিনি সদর উপজেলার পাচগাছিয়া ইউনিয়নের বাসিন্দা।
প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com