শহর প্রতিনিধি»ফেনীতে তৃণমূল পর্যায়ে ব্যাডমিন্টন প্রশিক্ষণ বুধবার খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে শুরু হয়। প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
জেলা ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সদস্য হারুনুর রশিদ মজুমদার, আজম চৌধুরী, আবদুল মোতালেব হুমায়ুন, গোলাম রাব্বানী, মহিলা সম্পাদিকা শামীম আরা, প্রবীণ ক্রীড়া শিক্ষক গোলাম হায়দার মজুমদার, ব্যাডমিন্টন প্রশিক্ষণ কোচ আবদুল হান্নান ও সহকারী কোচ কায়েস মাহমুদ।
জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় ফেনীতে তৃণমূল পর্যায়ে ৮ দিনব্যাপী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কর্মসূচি আগামী ০৫ অক্টোবর পর্যন্ত চলবে। গতকাল ৭১জন ছেলে ও ২৮জন মেয়ে শিক্ষার্থী প্রশিক্ষণের জন্য নাম লিপিবদ্ধ করেছে।
ফেনীতে তৃণমূল পর্যায়ে ব্যাডমিন্টন প্রশিক্ষণ শুরু
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 28, 2016, 4:11 pm