ফেনীতে ডিবি পুলিশ সেজে ছিনতাইয়ের সময় আটক ৩

বেলাল পাটোয়ারী»ভুয়া ডিবি পুলিশ সেজে ছিনতাইয়ের সময় কাজী জাহেদ নামে এক ছিনতাইকারী ও তার দুই সহযোগিকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে ফেনী সদরের মোহাম্মদ আলী বাজার থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, হ্যান্ডকাপ ও মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, একজন প্রবাসী ফেনী থেকে অটোরিক্সাযোগে বাড়ী যাওয়ার পথে মোহাম্মদ আলী বাজারের নিকট কাজী জাহিদের নেতৃত্বে ৩ জন ছিনতাইকারী অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ীর গতিরোধ করে। তারা নিজেদেরকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে মালামাল ছিনতাইয়ের চেষ্টা করে। প্রবাসীর চিৎকারে স্থানীয়রা এসে ৩ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক জাহিদ শহরের নাজির রোড়ের কাজি কামালের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই ও সুন্দরি মেয়েদের ব্যবহার করে টাকা আদায়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে ফেনী মডেল থানার ওসি(তদন্ত) শাহিনুজ্জামান জানিয়েছেন।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com