শহর প্রতিনিধি»মোঃ নুরুজ্জামান (৪২) নামে ইয়াবা বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ফেনী শহরতলীর উত্তর চাড়ীপুর বায়তুশ শরফ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক নুরুজ্জামান দক্ষিণ চাড়ীপুর গ্রামের মরহুম আলী আশরাফের ছেলে। আটক ইয়াবা বিক্রেতাকে ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।