সংবাদ বিজ্ঞপ্তি»সামাজিক সংগঠন ‘আমরাই আগামী’র উদ্যোগে গরীব ও এতিম শিশুদের জন্য দোয়া মাহফিল এবং ‘ফূর্তিতে একবেলা খাওয়ানো’র আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পদুয়া গ্রামের আল কাশেমীয়া উলুম মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচী পালিত হয়।
পদুয়া কাশেমীয়া উলুম মাদ্রাসা ও এতিমখানার প্রধান মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম আহবায়ক নবীন এস.জেড় অপু’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা ও দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, সংগঠনের উপদেষ্ঠা ও ইনডিপেনন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, লিও ডিষ্ট্রিক্ট ৩১৫ বি ২ এর সাবেক সভাপতি লিও আবদুর রহমান সুজন।
বক্তারা ‘আমরাই আগামী’র সকল মানবিক কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে এর সাফল্য কামানা করেন। এসময় সংগঠনের আহবায়ক নবীন মুনতাছির উদয় এর সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠক নবীন প্রান্ত মজুমদার, নবীন ফাহান মজুমদার, নবীন মাহাতাব উদ্দিন, নবীন তৌহিদুল ইসলাম, নবীন বিজয়, নবীন মুস্তাফিজ, নবীন ফরহাদসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ফেনীতে আমরাই আগামীর দোয়া মাহফিল
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 27, 2016, 6:14 pm