নিজস্ব প্রতিবেদক»ফতেহপুরে ওভারপাস নির্মাণকারী প্রজেক্ট বিল্ডার্স কোম্পানী লিঃ এর প্রকৌশলী মেহেদী হাসানকে অপহরণকারী মোঃ রাজনকে (৩৪) গ্রেপ্তার করেছে ফেনীস্থ র্যাব ৭ এর সদস্যরা।
শুক্রবার রাত সাড়ে সাড়ে দশটার দিকে ফতেহপুর লুদ্দার বাড়ি সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, রাজন শুক্রবার প্রকৌশলী মেহেদীকে চাঁদার দাবীতে অপহরণ করে। পরে তাকে উদ্ধার করা হয়।
রাজনের বিরুদ্দে ফেনী মডেল থানায় ডাকাতি, ধর্ষন,অপহরণসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে।
ফেনীতে অস্ত্রসহ অপহরণকারী গ্রেপ্তার
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 3, 2016, 7:45 pm