নিজস্ব প্রতিবেদক»ফুলগাজীতে পুলিশের উপর হামলার ঘটনায় বুধবার ৩জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করেন ফুলগাজী থানা পুলিশ। ফুলগাজী থানার ওসি এম এম মোরশেদ বলেন মঙ্গলবার পরশুরাম-ফুলগাজীর বিভিন্ন জায়গা থেকে সায়েম (২৫) শাহজাহান (২৭) ও শরিফুল ইসলাম (২৬) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। সায়েম সদর ইউনিয়নের গোসাইপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে শাহজাহান ঘনিয়ামোডা গ্রামের সুরুজ খানের ছেলে ও শরিফুল পূর্ব ঘনিয়া মোড়া গ্রামের আবু তাহের ছেলে। এর আগে তারেক নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
ফুলগাজীতে পুলিশের উপর হামলার ঘটনায় আরো ৩জন গ্রেপ্তার
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 21, 2016, 7:03 pm
