কবির আহমেদ নাছির»বিভিন্ন অভিযোগে ফুলগাজীর জিএম হাট বাজারের দুই বেকারী মালিকের ১৪হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ফুলগাজীর এসিল্যান্ড ফাতেমা তুজ জোহরা উপমা সোমবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ইত্যাদি বেকারীকে ৭হাজার টাকা ও বার আওলিয়া বেকারিকে ৭হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দুই বেকারীকে বিএনটিআইএর লাইসেন্স গ্রহণ করার জন্য নির্দেশ দেয়া হয়।
ফুলগাজীতে দুই বেকারিকে ১৪হাজার টাকা জরিমানা
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 27, 2016, 8:26 am