ফুলগাজীতে জাতীয় বিদুৎ ও জালানি সপ্তাহ উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা

কবির আহমেদ নাছির»জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ ২০১৬ উপলক্ষে ফুলগাজীতে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি যৌথভাবে প্রতিযোগিতার আয়োজন করে। বক্তৃতার বিষয় ছিল  ‌‘ জ্বালানী নিরাপত্তা বিশ্বব্যাপী কয়লার ভূমিকা।’ ফুলগাজী উপজেলার ছয়টি স্কুল বক্তৃতায় অংশ গ্রহন করে।প্রতিযোগিতা উদ্বোধন করে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম। বিশেষ অতিথি ছিলেন  ফুলগাজী পল্লী বিদুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো আবুল কাসেম সহকারী ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মহসীন  ফুলগাজী সরকারী সরকারী কলেজের প্রভাষক নুরমোহাম্মদ নুরউল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এনামুল হক , বিআরডিবির এআরডিও গোলাম মোস্তফা, ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজ্জামেল হক , ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক  মহিউদ্দিন। আরো উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো শামীম মজুমদার, ফুলগাজী প্রেস ক্লাবের সভাপতি কবির আহমেদ নাছির, সাধারণ সম্পাাদক  সাহেদ হোসেন সাইদ, ফুলগাজী প্রেস ক্লাবের সদস্য দৈনিক সমকালের ফুলগাজী প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীরসহ ফুলগাজী পল্লী বিদুৎ সমিতির কমর্কতা কমর্চারী ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com