ফুলগাজীতে এলজি ও রিভলবারসহ দুজনকে আটক করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক»ফুলগাজীতে অস্ত্রসহ দুজনকে আটক করেছে বিজিবির জওয়ানরা। বৃহঃবার রাত সোয়া এগারোটার দিকে ফুলগাজী উপজেরার মুন্সিরহাট নোয়াপুর ক্যাম্পের হাবিলদার শেখ কামাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে বদরপুর থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে গুলিসহ একটি রিভরবার , একটি এলজি, একটি ডিসকভার ব্রান্ডের মোটরসাইকেল ও কিছু নগদ টাকা উদ্ধার করেছে বিজিবি।
আটকরা হলেন ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ নিলখী গ্রামের আব্দুল বারীর ছেলে মোঃ ইউসুফ (৪৫), একই ইউনিয়নের গোসাইপুর গ্রামের মো আলী আকবর মিয়ার ছেলে মোঃ এয়াকুব (৪৭)। আটকদের ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। ফুলগাজী থানার ওসি তদন্ত জসিম উদ্দিন জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com