ফাজিলপুর ইউপির চেয়ারম্যান-মেম্বারদের বিদায় সংবর্ধনা ও অভিষেক

সদর প্রতিনিধি»ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের বিদায়ী সংবর্ধনা ও নবনির্বাচিতদের অভিষেক অনুষ্ঠান ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ০৩ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।

বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বি.কম। শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক রিপন।

বিদায়ী চেয়ারম্যান মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, সোনাগাজী পৌরসভার মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল ও ফাজিলপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম তপন।

সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছার আপনের সঞ্চালনায় অন্যান্যর মাঝে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার, মোটবী ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, শর্শদী ইউপি চেয়ারম্যান জানে আলম, ফরহাদনগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপু, কালিদহ ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, সোনাগাজী উপজেলা চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, ছাগলনাইয়া উপজেলা ঘোপাল ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আবু সুফিয়ান, জেলা যুবলীগ নেতা চৌধুরী আহম্মদ রিয়াজ আজিজ রাজিব, দেলোয়ার হোসেন ডালিম, জেনিথ ফার্মাসিউটিক্যাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ড. বেলাল উদ্দিন আহম্মদ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা ইকবাল বাহার ফয়সাল, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর শুক্কুর মানিকসহ বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com