শহর প্রতিনিধি» প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার আসামী আবু উবায়দা হারুনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার বিকালে শহরের ট্রাংক রোডের খেজুর চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হারুন সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ভূঞার হাট এলাকার মাওলানা গোলাম কিবরিয়া আবু তালেবের ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, ২০০১ সালের ২৭ সেপ্টেম্বর সিলেটে আওয়ামীলীগের নির্বাচনী প্রচারনা চালানোর সময় প্রধানমন্ত্রীর ওপর বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সিলেটের কোতোয়ালী থানায় হত্যা চেষ্টা ও বিষ্ফোরণ মামলা দায়ের করেন। ওই মামলায় হারুনও আসামী হন। মামলা দুটি সিআইডি ও থানা পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০০৪ সালের ১৫ মার্চ আদালতে চার্জশীট দেয়। এতে হারুনকে অভিযুক্ত করা হয়। এ দুটি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে শহরের ট্রাংক রোড থেকে হারুনকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে।