মোঃ জহিরুল ইসলাম রাজু» ফুলগাজীর চারশ বছরের পুরণো কীর্তি নারায়নের ঢোল মন্দির সংষ্কারের আশ্বাসএই মন্দিরটি সরকারীভাবে সংস্কার করে মন্দিরের পূর্বের রুপে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমা। তিনি বুধবর সরেজমিন মন্দিরটি পরিদর্শনকালে এ আশ্বাস দেন।এসময় সাথে ছিলেন বিআরডিবি’র এআরডিও গোলাম মোস্তফা,ফুলগাজী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম রাজু, সেচ্চায় রক্ত দান সংগঠন ‘রক্তিম ‘ এর কোষাধ্যক্ষ অপু চৌধুরী।
উপজেলার সদর ইউনিয়েনের বাশুড়া গ্রামে জোড়া দীঘির মাঝখানেই এই ঢোল মন্দিরের অবস্থান। বুধবার বিকালে ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমা সংস্কারের উদ্দেশ্য শত বছরের এই কীর্তি নারায়ণের ঢোল মন্দির পরিদর্শন করেন।
ফুলগাজীর এই ঐতিহ্যবাহী ঢোল মন্দিরকে ঘিরে রয়েছে শত বছর ইতিহাস ঐতিহ্য ও নানা আয়োজন। তবে কীর্তি নারায়ণ চৌধুরীর এই ঢোল মন্দিরে তৎকালীন ভারত হতেও আসতেন হিন্দুরা মহাদেব পুজো করতে। মানস করা হতো জীবিত ছাগল। ফেলে দিতেন মন্দিরের অন্ধকার গুহায় এরপর কি হতো, কোথায় যেত তা আর কেউ জানতেন না।
তবে এলাকাবাসী বলছেন তৎকালীন সতীদাহ্ এবং সহমরণের প্রথা থেকে এই মন্দিরের জন্ম।
স্থানীয় বাসিন্দা বাশুড়া গ্রামের নারায়ণ দে (৮৫) বলেন,আর্থিক অনটনের অভাবে তখনকার সময়ে চৌধুরীরা ছাড়া আর কেউ পূজা দেওয়ার ক্ষমতা ছিলনা। ৭৫ বছর আগেও আমরা দেখছি এখানে মহাদেব পুজো করার জন্য দেশি বিদেশী হিন্দুরা ভীড় জমাতেন।
কীর্তি নারায়ণের বহুত পরের বংশধর ছিলেন হরেশ চৌধুরি। এই হরেশ চৌধুরীর নামে আছেন ফুলগাজী জোড় দীঘি অর্থাৎ ফুলগাজী সরকারি কলেজের সামনের দীঘিটি।
জানতে চাইলে এই ঢোল দীঘির বয়স কত হবে? ৮৫ বছরের বয়োযষ্ঠ বৃদ্ধ অকপটে জানিয়ে দিলেন যে তিনি ও শুনেছেন চারশত বছরের কম হবেনা।
বারু শংকর চৌধুরী (৬৬) কীর্তি নারায়ণ চৌধুরীর আরেক বংশধর হরেশ চৌধুরীর ভাতিজা। তিনি ফুলগাজী সরকারি কলেজের একজন এমএলএসএস (অফিস পিয়ন) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বলেন, কীর্তি নারায়ণ চৌধুরী ছিলেন আমাদের পূর্ব পুরুষের পূর্ব পুরুষ।
তবে এলাকাবাসী দাবি করেন সরকারের প্রত্নতত্ন বিভাগ দৃষ্টি দিলে চারশত বছরের পুরোনো ঢোল মন্দিরটির সংস্কার করে এবং মন্দিরে যাওয়া আসা ব্যবস্থা করলে একদিকে যেমন ফিরে পাবে চারশত বছরের পুরোনো সেই ঐতিহ্যে আর অন্য দিকে দর্শনীয় স্থান হিসেবে গড়ে উঠবে এটি।
পূর্বের রূপ ফিরে পাচ্ছে ফুলগাজীর নারায়ণের ঢোল মন্দির
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 21, 2016, 6:07 pm