পুরুষদের প্রস্টেট ক্যান্সারের লক্ষণ ও করণীয়

স্বাস্থ্য ডেস্ক»বিশ্বব্যাপী যে ক্যান্সারে বেশিরভাগ পুরুষের মৃত্যু হয় তা হলো প্রস্টেট ক্যান্সার। প্রতি ১০ জন পুরুষ ক্যান্সার রোগীর মধ্যে ৬ জনই প্রস্টেটের রোগী।
যুক্তরাষ্ট্রের ক্যান্সার সোসাইটি সম্প্রতি একটি প্রতিবেদনে জানিয়েছে, শুরুতেই ধরা পড়লে প্রস্টেট ক্যান্সার চিকিৎসার মাধ্যমের সারিয়ে তোলা সম্ভব। প্রস্টেট ক্যান্সারের প্রকোপ সাধারণত ৬০ বা তার বেশি বয়সী পুরুষদের মধ্যে দেখা যায়। সাধারণভাবে প্রস্টেটের একটি গ্ল্যান্ড ফুলে যাওয়ার ফলেই এই ক্যান্সারের প্রকোপ দেখা দেয়। আর তাতেই ভুগতে হয় একজন পুরুষকে। তবে, এই সমস্যা সাধারণভাবে কোনো মহিলার মধ্যে দেখা যায় না। আসুন জেনে নেওয়া যাক প্রস্টেট ক্যান্সারের লক্ষণসমূহ-
১. ঘন ঘন প্রস্রাবের বেগ ও রাতে সেই বেগ আরও বেড়ে যাওয়া;
২. প্রস্রাবের সময় ব্যথা অনুভূত হওয়া;
৩. যৌন সংগমের সময় রক্তক্ষরণ;
৪. শরীরের বিভিন্ন হাড়ে ব্যথা অনুভব করা।
এই সমস্যাগুলো দেখা দিলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে কথা বলার জন্যে পরামর্শ দেওয়া হয়েছে ওই প্রতিবেদনে। তাছাড়া এই সমস্যাগুলো দেখা দিলে আপনার খাদ্যাভ্যাস কিছু পরবর্তন আনার কথাও বলা হয়েছে।
সাধারণভাবে পরিমিত ও সাস্থ্যসম্মত খাবার খাওয়ার কথাও বলা হয়েছে প্রতিবেদনে। তাছাড়া ফ্যাট জাতীয় খাবার খাওয়া এড়িয়ে যেতে হবে।
সূত্র : জি-নিউজ

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com