নিজস্ব প্রতিবেদক»বিদেশী পিস্তল ও গুলিসহ শামীম ভূঞা রাসেল (২৫) নামে সন্ত্রাসীকে আটক করেছে ফেনীস্থ র্যাব ৭এর সদস্যরা। রোববার বেলা সোয়া বারোটার দিকে ফেনীর বালুয়া চৌমুহনী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক শামীম সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মরহুম খোকন ভূঞার ছেলে।
শামীমকে ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব। র্যাব ক্যাম্প সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।