ডেস্ক রিপোর্ট»নওগাঁ পোরশা উপজেলার সারাইগাছী মোড় এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সারাইগাছী গ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে আনোয়ারুল ইসলাম (৪৫), তার স্ত্রী জাহানারা বেগম (৩৫) ও তাদের ছেলে জাহিদ হাসান সোয়াদ (১০)। পোরশা থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের জমিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। সেখানেবিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথমে আনোয়ারুল ইসলামের মৃত্যু হয়। এরপর একে একে তারে জড়িয়ে তার স্ত্রী ও ছেলের মৃত্যু ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 15, 2016, 7:20 am