ডেস্ক রিপোর্ট»ত্যাগের মহিমায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে নামাজ আদায়ের মধ্য দিয়েই শুরু হয়েছে ঈদের উৎসব। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানির মধ্য দিয়ে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহার মূল অনুষ্ঠান চলছে। দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে ঈদ উদযাপনে কিছুটা বিঘ্ন ঘটছে।
চট্টগ্রাম প্রতিনিধি জানান, চট্টগ্রামে ঈদুল আযহার সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ঈদগাহে। এখানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টা ৪৫ মিনিটে ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টা ৪৫ টায়। প্রথম জামাতে ঈমামতি করেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা নুর মোহাম্মদ। ঈদের প্রথম ও প্রধান জামাতে প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিএনপির কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মো. নাছির উদ্দিন, নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাহমুদুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, বৃষ্টির কারণে নামাজের অনুপযোগী হওয়ায় জেলা ঈদগাহ্ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়নি। তবে সকাল ৮টায় জেলা জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মুফতি শামসুল হক। জামাতে নামাজ আদায় করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন সহ জেলার বিশিষ্টজনেরা। নামাজ শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহ’র শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
ঝালকাঠি প্রতিনিধি জানান, তিন শতাধিক ঈদগাহ ও জামে মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল পৌনে ৮টায়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ এখানে নামাজ আদায় করেন। কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রফিকুল ইসলাম এতে ইমামতি করেন।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনা ও ত্যাগরে মহিমায় উদ্ভাসিত হয়ে ঝিনাইদহে পালিত হচ্ছে ঈদুল-আজহা। ঝিনাইদহ সদরসহ জেলার ছয় উপজেলায় স্ব স্ব ঈদগাহে ও মসজিদে ঈদের নামজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিগণ।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দেশের কল্যাণ কামনার মধ্য দিয়ে সারাদেশের মতো পার্বত্য জেলা জেলায়ও উৎসাহ-উদ্দীপনায় পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এবং পুলিশ মো. মজিদ আলীসহ রাজনীতিক-জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ অংশ নেন।
মাদারীপুর প্রতিনিধি জানান,ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় মাদারীপুর পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। সকাল সোয়া ৭টায় অনুষ্ঠিত প্রধান জামাতে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, জেলা পরিষদ প্রশাসক মিয়াজ উদ্দিন খান, জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেনসহ রাজনৈতিক-সামাজিক বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেন।
মেহেরপুর প্রতিনিধি জানান, সকাল ৮টার সময় শহরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈমামতি করেন মাও. আব্দুল হান্নান। পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতুসহ কয়েক হাজার মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করেন। এছাড়াও জেলার পাড়া-মহল্লা, গ্রামগঞ্জে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসুল্লিরা। সকাল আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের আঞ্জুমান ঈদগাহ মাঠে। এতে ইমামতি করেন মুফতি মৌলানা আব্দল্লাহ আল মামুন। জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, র্যাব-১৪ অধিনায়ক লে. কর্ণেল শরিফুল ইসলামসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ঈদ জামাতে অংশ নেন।
রাজশাহী প্রতিনিধি জানান, ঈদের প্রধান জামাত সকাল ৮টায় হযরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্র্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, বিএনপির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র (সাময়িক বরখাস্ত) মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা প্রশাসক মোহাম্মদ কাজি আশরাফ উদ্দিনসহ বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ মুসল্লিরা এক কাতারে নামাজ আদায় করেন।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, ১১টি উপজেলার আড়াই হাজার মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টা থেকে ৯ টার মধ্যে জেলার বিভিন্ন মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় ঈদের জামাতে নামাজ আদায় করেন, সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী, তথ্য সচিব মরতুজা আহমদ, সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো. মুজিবুর রহমান, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামসহ সর্বস্তরের মুসল্লিরা।
।। দি রিপোর্ট ২৪