দুর্দান্ত কিছু নতুন ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

আইসিটি ডেস্ক»মোবাইল ফোন থেকে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের জনপ্রিয় সেবা (মেসেঞ্জার) হোয়াটসঅ্যাপকে ২০১৪ সালে অধিগ্রহণ করার পর থেকেই অ্যাপটিতে একের পর এক আপডেটস আনছে ফেসবুক। অ্যাপটিকে আরও বেশি ফাংশনাল করে তোলার উদ্দেশ্যেই এই পরিবর্তন আনা হচ্ছে।
অতি জনপ্রিয় মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপে এবার আসতে চলেছে কিছু দুর্দান্ত নতুন ফিচার। হোয়াটস অ্যাপে সংযোজিত হচ্ছে ‘স্পিক’ বলে একটি নতুন অপশন। যেটির মাধ্যমে হোয়াটসঅ্যাপ এবার থেকে আপনার মেসেজ আপনার জন্য পড়েও দেবে।
হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে মিলবে এই সুযোগ। সেখানে প্রতিটি মেসেজে রিপ্লাই, ফরোয়ার্ড, কপি বা ডিলিট-এর মতো অপশনের সঙ্গেই থাকবে ‘স্পিক’ অপশনটি। অপশনটি সিলেক্ট করলেই হোয়াটস অ্যাপ গড়গড় করে পড়ে যাবে আপনার মেসেজটি। অনেকটা টেক্সট টু স্পিচ সফটওয়্যারের মতোই কাজ করবে এই অপশন। তবে ইংরেজি ছাড়া অন্য ভাষায় মেসেজ করলে এই অপশন কাজ করবে না বলেই মনে করা হচ্ছে।
আপাতত কেবল আই ফোনেই এই আপডেটটি পাওয়া যাবে। তবে শীঘ্রই অ্যান্ড্রয়েড ফোনেও এই সুবিধা উপলব্ধ হতে চলেছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
এছাড়াও কোনও ছবির উপর লেখা, বা টেক্সটের পাশাপাশি স্টিকার পাঠানোর সুবিধাও এবার পাওয়া যাবে এই নতুন আপডেটে। মূলত স্ন্যাপচ্যাটের সঙ্গে পাল্লা দিতেই হোয়াটসঅ্যাপের তরফে এই বিশেষ আপডেটের পরিকল্পনা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্র: এবেলা।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com