নিজস্ব প্রতিবেদক»দাগনভূঞায় পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন আহত হয়েছেন ১০ জন। শনিবার উপজেলার ফেনী-মাইজদি সড়কের আমিরগাঁও ও মাতুভূঞা এলাকায় এঘটনা দূর্ঘটনাগুলো ঘটে।
শনিবার বিকেলে উপজেলার জায়লস্কর ইউনিয়নের আমিরগাঁও বাজারে দ্রুতগামী একটি পিকআপ চাপায় ঘটনাস্থলেই মোঃ আবু তাহের (৭০)নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।তিনি ওই ইউনিয়নের আলামপুর গ্রামের মৃত:আলতাফ আলীর ছেলে। স্থানীয়রা গাড়ীটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
একইদিন দুপুরে ওই সড়কের মাতুভূঞা ইউনিয়নের মাতুভূঞা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। আহতদের কয়েকজনকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দাগনভূঞায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু ,আহত-১০
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 24, 2016, 6:47 pm