শিক্ষা ডেস্ক»ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণির ১ম বর্ষে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় প্রকাশ করা হবে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করবেন।
গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৭৩টি কেন্দ্রে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাবি ‘খ’ ইউনিটের অধীনে ২ হাজার ২৪১টি আসনের জন্য মোট ৩৪ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী আবেদন করেন। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ১৫ জন শিক্ষার্থী।
ঢাবি ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ সোমবার
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 25, 2016, 7:23 pm