ঢাবির ‘খ’ ইউনিটে ৮৮ শতাংশেরও বেশি অনুত্তীর্ণ

শিক্ষা ডেস্ক» ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৮ দশমিক ৫৭ শতাংশ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা শতকরা ১১ দশমিক ৪৩ ভাগ।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।

প্রকাশিত ফলে দেখা যায়, ‘খ’ ইউনিটের ২ হাজার ৩৩৩টি আসনের বিপরীতে ৩ হাজার ৮০০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ভর্তি পরীক্ষার জন্য আবেদনকারীর সংখ্যা ছিল ৩৪ হাজার ৬০৬ জন। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৩ হাজার ২৫৫ জন শিক্ষার্থী। পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৫৭৬ জন। এছাড়া বিভিন্ন কারণে ৮৭৯ জন শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল হয়েছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মোবাইল ফোন ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে পরীক্ষার ফল জানতে পারবে। মোবাইল ফোন থেকে DU স্পেস Kha স্পেস Roll নম্বর টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে গিয়ে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে পারবে। কোটায় আবেদনকারী উত্তীর্ণদের ২৭ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে কলা অনুষদের ডিন অফিস থেকে কোটার ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।

এ ছাড়া ফল পুনঃনিরীক্ষার জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) থেকে ৬ অক্টোবর পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে জানা যাবে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সকাল ১০টা বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৭৩টি কেন্দ্রে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com