নিজস্ব প্রতিবেদক»জেহাদের নামে মানুষ হত্যা ইসলাম ধর্মে নাই। যারা নিরাপরাধ মানুষকে হত্যা করে তাদের স্থান জান্নাতে হবে না। বৃহঃবার ছাগলনাইয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার এসব কথা বলেন। তিনি আরো বলেন যারা জঙ্গিবাদ সৃষ্টি করছে, নারীদের জঙ্গিবাদের অন্তর্ভূক্ত করছে তাদেরকে বর্জন করতে হবে। মানুষকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়। ইসলাম শান্তির ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, মানবতার ধর্ম। ইসলাম ধর্মে জঙ্গিবাদের কোন স্থান নেই। ছাগলনাইয়ায় ইসলামীয়া ফাযিল মাদ্রাসার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা হলরুমে অধ্যক্ষ হোসাইন আহাম্মদ ভূঁইয়ার সভাপতিত্বে সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ইউএনও জেসমিন আক্তার, সাবেক ভাইস চেয়ারম্যান হাজী আবু আহাম্মদ ভূঁঞা, উপজেলা জাসদের সেক্রেটারী কাজী আবদুল বারী, এসআই গোলাম মুর্শিদ সরকার, ভাইস প্রিন্সিপাল লোকমান হোসেন প্রমুখ। একইদিন ছাগলনাইয়া সরকারী ডিগ্রী কলেজেও সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে শিরীন আখতার এমপি উপস্থিত ছিলেন।
জেহাদের নামে মানুষ হত্যা ইসলাম ধর্মে নাই- শিরীন আখতার এমপি
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 22, 2016, 7:19 pm