শিক্ষা ডেস্ক»জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফলাফল শনিবার রাত ৮টায় প্রকাশিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সারাদেশে ৬৮৩ কেন্দ্রে এক হাজার ৬৭৮ কলেজের মোট ৩ লাখ ৬৯ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করেছে ৩ লাখ ১২ হাজার ২৫৩ জন। পাসের হার ৭৩ দশমিক ৬৩ শতাংশ।
প্রথমবর্ষে ৮ হাজার ৮৮২ পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৩২৪, দ্বিতীয় বর্ষে এক লাখ ৯০ হাজার ৯৮৯ জনের মধ্যে এক লাখ ৮১ হাজার ২৭২ জন, তৃতীয় বর্ষে (চূড়ান্ত) এক লাখ ৬৯ হাজার ৭৪ জনের মধ্যে এক লাখ ২৪ হাজার ৫৩৬ এবং সার্টিফিকেট কোর্সে ৩৩২ পরীক্ষার্থীর মধ্যে ১২১ জন উত্তীর্ণ হয়েছে।
পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল www.nu.edu.bd ও www.nubd.info ওয়েবসাইট থেকে জানা যাবে। যে কোন মোবাইল থেকেও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। মোবাইল থেকে ফল জানতে ম্যাসেজ অপশনে nu লিখে স্পেস দিয়ে deg লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
ফলাফল সম্পর্কে কারও কোন আপত্তি বা অভিযোগ থাকলে ফলাফল এক মাসের মধ্যে (৯ অক্টোবরের মধ্যে) পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিতভাবে বা অনলাইনে www.nubd.info সাইটের মাধ্যমে জানাতে হবে। এরপর আর কোন আপত্তি গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ফল প্রকাশ রাতে
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 10, 2016, 12:46 pm