নিজস্ব প্রতিবেদক»দেশের বর্তমান ঘটনাপ্রবাহের মধ্যে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ একটি ভয়ানক পরিচিত নাম। জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাড়াঁতে হবে ছাত্রসমাজকে।তাহলে দেশে জঙ্গী ও সন্ত্রাসীদের জায়গা এ স্বাধীন দেশে হবে না।
শনিবার সকাল ১১টায় মৌলভী সামছুল করিম কলেজের উদ্যাগে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিন উল আহসান কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কথাগুলি বলেন।
কলেজের গর্ভনিং বডির সভাপতি ও এনসিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি নুরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন,ফেনী পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার। স্বাগত বক্তব্য রাখেন,কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম।
প্রধান অতিথি আরো বলেন,শিক্ষা ও সন্ত্রাস এক সাথে চলতে পারে না। সন্ত্রাসী যে হোক তারা দেশের এবং দশের শত্রু। তারা দেশের স্বাধীনতার জন্য হুমকি স্বরুপ। সুতরাং তাদের ব্যাপারে ছাত্রছাত্রীদের সচেতন থাকতে হবে এবং নিজেদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।
এছাড়াও ছাগলনাইয়ার বিভিন্ন স্কুল ,কলেজ ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাগলনাইয়া মডেল পাইলট হাই স্কুল,ছাগলনাইয়া পাইলট বালিকা বিদ্যালয়,আমিন নেওয়াজ বালিকা উচ্চ বিদ্যালয়,ছাগলনাইয়া সরকারী কলেজ,আবদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ,বল্লভপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, ছাগলনাইয়া একাডেমী,ছাগলনাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা,নিজকুঞ্জরা আলিম মাদ্রাসা,দরগাহপুর দাখিল মাদ্রাসাসহ সকল প্রতিষ্ঠানে নিজ নিজ উদ্যোগে সমাবেশের আয়োজন করে।