ছাত্রী সংস্থার কার্যক্রম বন্ধের নির্দেশ

শিক্ষা ডেস্ক»বিশ্ববিদ্যালয় এবং ফাজিল ও কামিল মাদ্রাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্রী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় গত সোমবার (১৯ সেপ্টেম্বর) আলাদা দুটি চিঠিতে ইউজিসি চেয়ারম্যান ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নিবন্ধককে এ নির্দেশনা দেয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব আবদুস সাত্তার মিয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি ইসলামী ছাত্রী সংস্থা নামে একটি ছাত্রী সংগঠন কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রী ও সরলমনা ধর্মভীরু নারীদের জিহাদে অংশগ্রহণসহ প্রচলিত সংবিধানের বাইরে সমাজ প্রতিষ্ঠা করা তথা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে জিহাদি মনোভাবাপন্ন করে তোলার অপচেষ্টা করছে।
এতে আরও বলা হয়, এসব কর্মকাণ্ডের কারণে শিক্ষাঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়াসহ অরাজক পরিস্থিতির উদ্ভব হতে পারে। তাই অনতিবিলম্বে এ অপচেষ্টা বন্ধ করা প্রয়োজন।
এজন্য ইউজিসি চেয়ারম্যানকে বিশ্ববিদ্যালয়ে এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নিবন্ধককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com