সাখাওয়াত পাটোয়ারী»ছাগলনাইয়ায় পঁচা মাংস জব্দ করেছে ছাগলনাইয়া পৌরসভা। ছাগলনাইয়া জমদ্দার বাজারের মাংস ব্যবসায়ী ও মটুয়ার নুর মিয়ার ছেলে নিজাম উদ্দিন পঁচা মাংস বিক্রি করছে এমন সংবাদ পেয়ে বুধবার সকালে মাংস দোকানে অভিযান চালায় পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর ফখরুল ইসলাম। এ সময় তার দোকান থেকে গরুর একটি রানের পঁচা মাংস জব্দ করা হয়। পরে সেটি মাটিতে পুঁতে ফেলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর জনাব হাবীবুর রহমান, পৌর সচিব আবদুল হাই, বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের পৌর সভাপতি সাখাওয়াত হোসেন পাটোয়ারী, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কামাল হোসেন প্রমূখ।
ছাগলনাইয়া জমদ্দার বাজারে পঁচা মাংস জব্দ
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 28, 2016, 3:53 pm