ছাগলনাইয়ায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

আউয়াল চৌধুরী ও জিয়াউল হক বাপ্পি»ছাগলনাইয়া উপজেলা দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা করেছে উপজেলা পূজা উদযাপন কমিটি। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ইউএনওর কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঁঞা, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএকেএম আলী জিন্নাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন, সহকারী অধ্যাপক আবদুল জলিল ভূঁঞা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি বিশ্বনাথ রায়, সাধারণ সম্পাদক অমল কান্তি শীল, ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক, আবদুল্লাহ সেলিম, রবিউল হক চৌধুরী মাহাবুব প্রমুখ। আগামী ৭অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত সনাতন ধর্মাম্বলীদের বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা চলবে। ছাগলনাইয়া উপজেলার ৫টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভায় দূর্গাপূজা চলাকালে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে বলে জানান।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com