নিজস্ব প্রতিবেদক»ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর কমিউনিটি ক্লিনিকে দুর্ধর্ষ চুরি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। দক্ষিণ সতর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি কামাল হোসেন জানান, সকাল ৬টার সময় ক্লিনিকের আশেপাশের স্থানীয় লোকজন তাকে ফোন করে জানান তার ক্লিনিকের দরজা খোলা। এমতাবস্থায় তিনি কমিউনিটি ক্লিনিকের সভাপতি কাউন্সিলর মেহেদী হাসান শিমুলকে অবহিত করে ও স্থানীয় লোকজন নিয়ে ক্লিনিকে গেলে ২টি আলমিরা ভাঙ্গা অবস্থায় দেখতে পায় এবং ১টি বিপি মেশিন, ০১ টি স্টেথোস্কোপ, ১টি বøাড সুগার মেশিন, ৫টি বøাড সুগার স্টিপ বক্স, সার্জিকেল যন্ত্রপাতি, ২টি কাঁচি ০২ প্লেট, নাস্তার প্লেট, গøাস, জগ, ইত্যাদি আরো বিভিন্ন ছোটখাট জিনিস নিয়ে যায় চোরের দল। এছাড়া প্রয়োজনীয় ওষুধপত্র চুরি ছাড়াও অন্যান্য জিনিসপত্র এলোমেলো করে রেখে যায়। এ ব্যাপারে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমিন জাহাঙ্গীরকে অবহিত করলে তিনি বিষয়টি তদন্ত করবেন বলে জানান। এছাড়া এ চুরির ঘটনায় ছাগলনাইয়া থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।
উল্লেখ্য গত ১২-৭-১৬ উত্তর পানুয়া কমিউনিটি ক্লিনিক, ২০-০৮-১৬ পূর্ব মধুগ্রাম, ২৬-০৮-১৬ লক্ষিপুর কমিউনিটি ক্লিনিকএ ধরনের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। নাম প্রকাশ না করার শর্তে কমিউনিটি ক্লিনিকের একজন কর্মকর্তা জানান, এধরনের চুরির ঘটনায় কর্তৃপক্ষ বরাবরই উদাসীন। দায়সারাভাবে কোন প্রকার জিডি করেই দায়িত্ব শেষ। চুরির ঘটনায় কোন প্রকার তদন্ত বা পরবর্তী পদক্ষেপ নেয় না।
ছাগলনাইয়ায় কমিউনিটি ক্লিনিকে দুর্ধর্ষ চুরি
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 9, 2016, 12:43 pm