আউয়াল চৌধুরী ও জিয়াউল হক বাপ্পি »সনাতন ধর্মাম্বলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ছাগলনাইয়া উপজেলার ৫টি মন্ডপে অনুষ্ঠিত হবে। ছাগলনাইয়ার কেন্দ্রীয় পূজা মন্ডপ হচ্ছে পশ্চিম ছাগলনাইয়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম। এছাড়াও উপজেলার ৪টি মন্ডপে প্রতিমা পূজা অনুষ্ঠিত হবে। উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আঁধারমানিক গ্রামের বিমল পালের বাড়ীতে, উত্তর আঁধার মানিক গ্রামের যশোদা বৈদ্যের বাড়ীতে, ঘোপাল ইউনিয়নের জয়পুর গ্রামের ইচ্ছাময়ী মন্দিরে, শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের ননী চৌধুরীর বাড়ীতে প্রতিমা পূজা অনুষ্ঠিত হবে। আগামী ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত এ উৎসব চলবে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ছাগলনাইয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক ডাঃ অমল কান্তি শীল জানান, ইতোমধ্যে প্রশাসনের উদ্যোগে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি সভা শেষ হয়েছে। পূজা যাতে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেয়া হয়েছে। শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি অনিল চন্দ্র নাথ, সাধারন সম্পাদক বাদল শর্মা, বিমল পালের বাড়ি সভাপতি ডাঃ অমল কান্তি শীল, সাধারন সম্পাদক বাবু নিরঞ্জন পাল, যশোদা বৈদ্যের বাড়ীর সভাপতি কিরীট কিশোর পাল, সাধারন সম্পাদক রতন কুমার পাল, ইচ্ছাময় মন্দিরের সভাপতি নারায়ন প্রসাদ রায়, সাধারন সম্পাদক মানিক মজুমদার, ননী চৌধুরী বাড়ীর সভাপতি কালীপদ বিশ্বাস, সাধারন সম্পাদক সাধন দে জাগো ফেনী টোয়েন্টিফোর ডট কম কে জানান, দুর্গাপূজা উদযাপনের সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে।
ছাগনাইয়ায় ৫টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 28, 2016, 7:55 pm