ডেস্ক রিপোর্ট»চট্টগ্রামে নুরুল মোস্তফা (৬০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি সীতাকুণ্ড পৌরসভার এয়াকুব নগরের এক নম্বর ওয়ার্ডের জামায়াতের কর্মী ছিলেন।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানায় পুলিশ। এর আগে সকাল ৭টায় অসুস্থ অবস্থায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নুরুল মোস্তফার ভাতিজা রাসেল জানান, ৩ মাস আগে গাড়ি ভাঙচুর ও বিস্ফোরণ মামলায় আটক হন তার চাচা। এ ছাড়া তিনি মাওলানা মাহমুদুর রহমান কমপ্লেক্সের খাদেমের দায়িত্বে ছিলেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আবদুর রউফ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নুরুল মোস্তফা এর আগেও দুবার অসুস্থ হয়েছিলেন। সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।
চট্টগ্রাম কারাগারে জামায়াত কর্মীর মৃত্যু
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 22, 2016, 8:09 am