নিজস্ব প্রতিবেদক»ছাগলনাইয়ায় মনির আহাম্মদ (৩৬) প্রকাশ স্বপন নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়। শনিবার সন্ধ্যায় ছাগলনাইয়া থানা পুলিশ উপজেলার শুভপুর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের ভারত সীমান্তবর্তী খাল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
নিহত মনির ওই ইউনিয়নের উত্তর বল্লভপুর গ্রামের মৃত জাগির আহাম্মদের ছেলে।গত বৃহস্পতিবার দুপুরের পর থেকে সে নিখোঁজ ছিল বলে নিহতের স্ত্রীর দাবি।
শনিবার সকালে নিহতের স্ত্রী ফেরদৌস আরা নিখোঁজ বিষয়ে সাধারন ডায়েরী করেন। সন্ধ্যায় স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে পুলিশ স্বপনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ খান চৌধুরী জানান, লাশের শরীরে বাহ্যিক কোন আগাতের চিহ্ন দৃষ্টি গোচর হয়নি ময়না তদন্তের রিপোর্ট পেলে মামলার বিষয়ে প্রদক্ষেপ গ্রহন করা হবে।
খাল থেকে গলিত লাশ উদ্ধার করেছে ছাগলনাইয়া থানা পুলিশ
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 4, 2016, 7:34 pm