নিজস্ব প্রতিবেদক»’খালেদা জিয়া জঙ্গিদের দোসর। খালেদা জিয়া জঙ্গিদের রক্ষাকারী। এজন তিনি সব সময় জঙ্গীদের পক্ষে কথা বলছেন। বর্তমানে দেশে জঙ্গিবাদের আতংক ছড়িয়ে পড়েছে। সারাদেশের মানুষ জঙ্গিবাদ বিরোধী আন্দোলনে সোচ্চার হয়েছে। তাই তাকে এক ঘরে করে দিতে রাজনীতি থেকে চিরতরে বিতাড়িত করতে হবে। তার বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নাই। ‘ বুধবার পরশুরাম সরকারি ডিগ্রী কলেজে জঙ্গীবাদ ও নাশকতা বিরোধী সভায় ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার এমপি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া নাকি এই এলাকার মেয়ে। এটা শুনলে আমার খুব লজ্জা হয়, তিনি নিজে ও রাজনীতিতে মিথ্যার উপর পরিচালিত। নিজে যেমন মিথ্যার মধ্য দিয়ে পরিচালিত তেমনি তার জন্ম তারিখও মিথ্যা। তার প্রকৃত জন্মতারিখ কখন নিজেও জানেন না।
সভায় বিশেষ অতিথি ছিলেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, পরশুরাম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম হারেস, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, উপজেলা জাসদের সভাপতি নজরুল ইসলাম ভুতু, সাধারন সম্পাদক বাবুল মজুমদার, পরশুরাম পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক আশিক চৌধুরী।
একইদিন তিনি শালধর ইসলামিয়া ফাজিল মাদরাসা, খন্ডল স্কুল এন্ড কলেজ সহ ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা বিরোধী সভায় অংশ নেন।
’খালেদা জিয়া জঙ্গীদের দোসর’-শিরীন আখতার এমপি
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 21, 2016, 7:20 pm