প্রেস বিজ্ঞপ্তি»ময়লা আবর্জনা দূর্গন্ধে নয়, পরিচ্ছন্নতায় ঈদ পবিত্র হয়। এই শ্লোগানকে সামনে রেখে আজ ট্রাংক রোড়ে রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব এর উদ্যোগে কোরবানী বর্জ্য অপসারনে জনসচেতনতার লিফলেট বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারী আর্ন্তজাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের পদ্মা জোনের এরিয়া এসিস্টেন্ট গভর্নর রোটা: জালাল উদ্দিন বাবলু, রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র প্রেসিডেন্ট রোটা: সাইদুল মিল্লাত মুক্তা, চার্টার প্রেসিডেন্ট রোটা: আব্দুল আউয়াল সবুজ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা: হানিফ মজুমদার মিন্টু, রোটা: বলরাম দেবনাথ, উক্ত অনুষ্ঠানে চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন রোটা. মো. মহিম উদ্দিন পৃথিবী। এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ডিষ্টিক্ট এ.ডি.আর.আর রো: শরিফুল ইসলাম অপু, রো: আবুল হাসনাত রনি, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র চার্টার প্রেসিডেন্ট রো: আরাফাত উল মিলাত দিপুল, সভাপতি: রো: মাখজাম হায়দার মিরাজ, সেক্রেটারী রো: আলাউদ্দিন আহমদ রায়হান সহ আরো রোটার্যাক্টর এ সময় উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট তার বক্তব্যে তুলে ধরেন- যেহেতু সামনে ঈদুল আয্হা এই সময় অনেক পশু কোরবানী হয়ে থাকে। তাই কোরবানীর পশুর বর্জ্য নিজের উদ্যেগে পরিষ্কার করা উত্তম। এই শহর সবুজাচ্ছন্ন শহর, এই শহর পরিষ্কার শহর, বর্জ্য ব্যাবস্থাপনার, বর্জ্য অপসারনের মাধ্যেমে শহর পরিষ্কার রাখার চেষ্টা করি। ঈদের দিন এস.এস.কে রোডের বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচন্নতা অভিযান পরিচালনা করবে রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব।
কুরবানীর বর্জ্য অপসারনে ফেনীতে লিফলেট বিতরণ
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 11, 2016, 3:58 pm