নিজস্ব প্রতিবেদক»ছাগলনাইয়ার কাশীপুর উচ্চ বিদ্যালয়ে চুরি করতে গিয়ে উল্টো চোরের মটরসাইকেল আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে স্কুলের অফিস কক্ষের তালা ভেঙ্গে কয়েকজন সংঘবদ্ধ চোর ভিতরে ঢুকে মূল্যবান জিনিসপত্র চুরি করার চেষ্টা চালায়। চোরদের উপস্থিতি টের পেয়ে নৈশ প্রহরী মোঃ রিপন চিৎকার দিলে এলাকাবাসী উপস্থিত হলে চোরের দল পালিয়ে যায়। এসময় চোরের দল তাদের ব্যবহৃত নম্বরপ্লেটবিহীন (অনটেস্ট) মোটর সাইকেলটি রেখে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বিএসসি জানান, চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
উল্লেখ্য গত দুই মাস আগেও স্কুলের অফিসের তালা ভেঙ্গে ১টি প্রজেক্টর ও ১টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়।
কাশিপুর স্কুলে চুরি করতে গিয়ে মটরসাইকেল খোয়াল চোরের দল
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 18, 2016, 6:14 pm