ঈদের লড়াইয়ে তিন চলচ্চিত্র

বিনোদন ডেস্ক»কয়েক বছর ধরেই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঈদের সিনেমা মানেই শাকিব খানের একক রাজত্ব। অনন্ত জলিলের বিগ বাজেটের সিনেমা কিংবা কলকাতার সুপারস্টার জিৎ কেউই শাকিবের রাজত্বে হানা দিতে পারেনি। আসছে ঈদে শাকিবের মুখোমুখি হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এই সময়ের আলোচিত নায়িকা পরী মনি।

এই ঈদে মুক্তি পাচ্ছে তিনটি সিনেমা। এগুলো হল- ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘রক্ত’, শামিম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’, রাজু চৌধুরী পরিচালিত ‘শুটার’। এর মধ্যে দুই সিনেমাতে নতুন নায়িকা বুবলিকে নিয়ে পর্দায় আসছেন শাকিব। ‘বসগিরি’ এবং ‘শুটার’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব-বুবলি।

অন্যদিকে জাজ মাল্টিমিডিয়ার ‘রক্ত’ সিনেমায় পরীর সঙ্গে রয়েছেন নবাগত নায়ক রোশান। অ্যাকশান-রোমান্সে ভরপুর ‘রক্ত’ সিনেমার মাধ্যমে শাকিবের রাজত্ব কি ভাঙতে পারবেন পরী? সেটাই এখন দেখার অপেক্ষা। পরী মনি অবশ্য শাকিব-বুবলির জন্য শুভ কামনা জানিয়েছেন।

শাকিবকে শুভেচ্ছা জানিয়ে পরী মনি বলেন, ‘আমাদের কিং খানকে নিয়ে আসলেই কি কিছু লেখা যায়! তুমি তো অপ্রতিদ্বন্দ্বী কিং। শুধু এইটুকু বলা, ঈদ মানেই নাম্বার ওয়ান শাকিব খান। ঈদ মানেই শাকিব খানের ছবি। বস বরাবরের মতো জাস্ট ফাটিয়ে দেবে ইনশাহ্আল্লাহ।’

বুবলির উদ্দেশ্যে পরী বলেন, ‘এত্ত এত্ত ভালোবাসা আর একটা হাগ তোমার জন্যে। তোমাকে যে কি বলবো বুঝতে পারছি না। তুমি অনেক লাকি একটা গার্ল। আমার জানা মতে আমাদের ইন্ডাস্ট্রিতে তুমিই একমাত্র হিরোইন যার কিনা ক্যারিয়ারের প্রথম দুটো ছবিই দেশের নাম্বার ওয়ান হিরোর সঙ্গে।’

এদিকে শাকিব মনে করেন দর্শকের ভালোবাসা নিয়ে অতীতের মতোই এবারও তার সিনেমা ব্যবসা সফল হবে। শাকিব বলেন, ‘দর্শক এখন সিনেমা হলে যাচ্ছে। এটা আমাদের ফিল্ম ইন্ডাস্টির জন্য আশা সঞ্চার করে। এবারও প্রত্যাশা করবো সবাই ঈদের ছুটিতে হলে গিয়ে সিনেমা দেখবেন। দর্শকই তো আমাদের সিনেমার প্রাণ।’

শামিম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ সিনেমার মূল আকর্ষণে রয়েছে চারটি গান। গানগুলো বলিউড কোরিগ্রাফার আদিল শেখ নির্মাণ করেছেন। দৃশ্য ধারণ করা হয়েছে ব্যাংককে। অ্যাকশন-রোমান্টিক ঘরানার এ ছবিতে শাকিব-বুবলি ছাড়াও অভিনয় করেছেন— মাজনুন মিজান, সাদেক বাচ্চু, মিজু আহমেদ, মারুফ খান, অমিত হাসান, রজতাভ দত্ত প্রমুখ।

জাজের অ্যাকশনধর্মী সিনেমা ‘রক্ত’র মুক্তির আগেই দর্শক আগ্রহ তৈরি করেছে। প্রথমবার জাজের সিনেমার নায়িকা হয়েছেন পরী মনি। সঙ্গে রয়েছেন নতুন নায়িক রোশান। অ্যাকশান-রোমান্সে দর্শকের মন জয় করবে সিনেমাটি। এমন প্রত্যাশা নায়িকা পরী মনির। ‘রক্ত’ সিনেমার কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু ও সংলাপ লিখেছেন কলকাতার পেলে ভট্টাচার্য। সংগীত পরিচালনা করেছেন স্যাভি ও আকাশ। বাংলাদেশ, ভারত ও থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে করা হয়েছে সিনেমার দৃশ্য ধারণ।

রাজু চৌধুরীর পরিচালনায় শাকিব খানের আরেকটি ছবি ‘শুটার’। সিনেমাটিতে শাকিব-বুবলি ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, সম্রাট, শাহরিয়াজ, কবির তিথি, এলভিন জান্নাত জাহিদ প্রমুখ।

মুক্তির মাত্র তিন দিন বাকি থাকলেও ছাড়পত্র পাওয়ার পর থেকেই হল বুকিংয়ের লড়াইয়ে নেমেছেন এই সিনেমাগুলোর প্রযোজনা প্রতিষ্ঠান। সরগরম হয়ে উঠেছে সিনেমাপাড়া খ্যাত কাকরাইল। এই হল বুকিংয়ের প্রতিযোগিতা চলবে ঈদের আগের রাত পর্যন্ত।

সাধারণত দুই শতাধিক প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শন হলেও ঈদ উপলক্ষে প্রায় সাড়ে তিন শ‘ প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শন হয়। ঈদকে ঘিরে কিছু পুরাতন হলকে সংস্কার করা হয়। রোজার ঈদে সিনেমা হলগুলোতে দর্শক বৃদ্ধি পাওয়ায় এবারও বেশি সংখ্যক হলে চলবে ঈদের ছবি। এমনটাই জানা গেছে।

ঢাকার ১২টি প্রেক্ষাগৃহে চলবে ‘শুটার’, ১০টি প্রেক্ষাগৃহে চলবে ‘বসগিরি’। এছাড়া জাজ মাল্টিমিডিয়ার ‘রক্ত’ চলবে ৯টি প্রেক্ষাগৃহে। হল বুকিংয়ের প্রতিযোগিতা এগিয়ে রয়েছে শাকিব-বুবলি’র ‘শুটার’ ও ‘বসগিরি’। তবে রাজধানীর অভিজাত সিনেমা হল স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, বলাকা, চন্দ্রিমায় চলবে পরী-রোশান অভিনীত ‘রক্ত’। একইভাবে ব্লকবাস্টার, সিনেপ্লেক্সসহ বিজিবি, অভিসার, সৈনিক ক্লাব, সাভার সেনানিবাসের মতো বড় হল পেয়েছে ‘বসগিরি’।

।। দি রিপোর্ট

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com