ইনু ও হানিফ ঈদের নামাজ আদায় করেছেন কুষ্টিয়ায়

ডেস্ক রিপোর্ট»জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি কুষ্টিয়ার পৃথক জায়গায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন

কুষ্টিয়ার ভেড়ামারা গোলাপনগর মাহারাজপুর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় তথ্যমন্ত্রী ঈদুল আজহার নামাজ আদায় করেন এবং হানিফ কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় ঈদের নামাজ আদায় করেন।

নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ঈদের নামাজে যারা আক্রমণ করে তারা মানবরূপী পশু। জঙ্গিরা শুধু ইসলামের শত্রু নয়, তারা মানবতার শত্রু, তারা বিশ্ববাসীর শত্রু।

কুষ্টিয়ার ১৩৫টি ঈদগাহে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৮৫টি ঈদগাহে সকাল ৮টায় এবং ৫০টি ঈদগাহে সকাল সাড়ে ৮টা থেকে পর্যায়ক্রমে ৯টা পর্যন্ত নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসুল্লীরা।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিটি ঈদগাহে সাজ-সজ্জা করা হয়। নামাজ শেষে মুসুল্লীরা কোলাকুলির মাধ্যমে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com