আলেপ্পোয় এবার ক্লোরিন বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক»সিরিয়ার আসাদ বাহিনীর হেলিকপ্টার এবার ক্লোরিন বোমা নিক্ষেপ করেছে আলেপ্পোয়। এ হামলায় নারী ও শিশুসহ গুরুতর আহত হয়েছে অন্তত ৮০ জন।
বিবিসির খবরে বলা হয়, সুকারি অঞ্চলের ওই হামলার পরই বাসিন্দাদের নিশ্বাস নিতে কষ্ট হতে শুরু হয়। তবে ক্লোরিন বোমাই নিক্ষেপ করা হয়েছিল কি না তা নিশ্চিত করে বলতে পারেনি সংবাদ মাধ্যমটি।
গত আগস্টে জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়, সরকারি বাহিনী অন্তত দুইবার ক্লোরিন ব্যবহার করেছে।
এদিকে বাশার সরকার রাসয়ানিক ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে। সিরিয়ার বিরোধী দলের নেতারা লন্ডনে বুধবার সংঘাত কমানোর বৈঠকে মিলিত হওয়ার সময়ই এ হামলার ঘটনা ঘটেছে।
প্রধান বিরোধী দলের নেতারা যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসনের সঙ্গে দেখা করার কথা রয়েছে।
উদ্ধারকর্মী ইব্রাহিম আলহাজ বলেন, আলেপ্পোতে হেলিকপ্টার থেকে চার সিলিন্ডার ক্লোরিন ফেলতে দেখেছেন তিনি।
ঘটনার পর খুব দ্রুতই স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মীরা ছুটে আসেন এবং উদ্ধার কাজ পরিচালনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে শিশুদের অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে। অনেকেরই নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো তখন।
এদিকে বাশার আল আসাদের ঘনিষ্ঠ বন্ধু রাশিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযোগ করে জানিয়েছে, সরকার নিয়ন্ত্রিত এলাকায় বিদ্রোহীরাই বিষাক্ত গ্যাসযুক্ত সেল নিক্ষেপ করেছে।
সিরিয়ার আলেপ্পোতে প্রায় তিন লাখ বেসামরিক জনগণ আটকা পড়ে আছেন। রবিবার সরকারি বাহিনী আলেপ্পোকে ফের অবরোধ করা হয়েছে বলে জানায়।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com