আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে ফেনীতে র‌্যালী ও আলোচনা সভা

শহর প্রতিনিধি»আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ। এ বছর বিশ্বব্যাপি আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের সুবর্ণজয়ন্তী পালিত হবে। ‘অতীতকে জানব, আগামীকে গড়ব’ এবারের প্রতিপাদ্যে দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষে আজ বৃহঃবার ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে র‌্যালীতে জেলাপ্রশানের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও জনপ্রতিনিধিরা অংশ নেন। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে র‌্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিন উল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) দেবময় দেওয়ান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বিকম প্রমুখ।
স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে প্রথমবারের মতো সাক্ষরতা দিবস উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা দিবসটি উপলক্ষে নেয়া সার্বিক কর্মসূচির সাফল্য কামনা করেন।

1j-2

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com