নিজস্ব প্রতিবেদক»পরশুরামের সুবার বাজারে আগুনে পুড়ে গেছে সুবার বাজার বিদ্যানিকেতন নামের একটি কে.জি স্কুল। রবিবার সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এত প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষের দাবি।
প্রত্যক্ষদর্শীরা জানান,উপজেলার সুবার বাজারের পশ্চিম পাশে সুবার বাজার বিদ্যানিকেতনে রবিবার সকাল ৬ টায় হঠাৎ করে আগুন লাগে।আগুনে বিদ্যালয়টির আসবাবপত্র,চেয়ার-টেবিল ও প্রয়োজনীয় সব কিছু পুড়ে যায়।পরে সকাল ৮ টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
প্রতিষ্ঠানটির মালিক কাজী ইউছুফ জানান, আমার সাথে কারো শত্রæতা নেই।বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে তার ধারনা।এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আগুনে পুড়ে গেল পরশুরামের সুবার বাজার বিদ্যা নিকেতন
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 18, 2016, 8:38 pm