অবশেষে গ্রেপ্তার হলেন সোনাগাজীর চরদরবেশ ইউপি চেয়ারম্যান ভূট্টো

ডেস্ক রিপোর্ট»সোনাগাজীতে পরকীয়া প্রেমের অভিযোগ তুলে এক মুদি দোকানী ও গৃহবধুর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনকারী নুরুল ইসলাম ভুট্টোকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ২টার দিকে তাকে ফেনী শহরের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সোনাগাজী থানার ওসি হুমায়ুন কবির গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ভুট্টো সোনাগাজীর চরদরবেশ ইউপির চেয়ারম্যান।
প্রসংগত, শুক্রবার বিকালে কথিত পরকিয়া প্রেমের অভিযোগে ভুট্টোর নির্দেশে চরদরবেশ ইউনিয়নের চরশাহাভিকারী গ্রামের যুবক আমিন ও গৃহবধু ছকিনা আক্তার লাভলিকে মাথা ন্যাড়া ও জুতার মালা পরিয়ে সারা গ্রাম ঘুরানো হয়।

এ ব্যাপারে থানায় দায়েরকৃত মামলায় ভূট্টোকে গ্রেপ্তার করা হয়।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com