নিজস্ব প্রতিবেদক» সোনাগাজীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকাল ৮টায় সোনাগাজী উপজেলা চত্বরে বঙ্গবন্ধু স্মৃতিসম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সাংসদ হাজী রহিম উল্যাহর পক্ষে নেতৃবৃন্দ , উপজেলা চেয়ারম্যান জেড. এম কামরুল অানাম, ভারপ্রাপ্ত নির্বাহি কর্মকর্তা বিদর্শী সম্বৌধি চাকমা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মুক্তিযোদ্ধা সন্তান কমিটি, মডেল থানা, পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, উপজেলা অা’লীগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল অামিন, উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, সোনাগাজী ডিগ্রী কলেজ, সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, বক্তারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রী কলেজ, অা’লীগের সকল সহযোগী সংগঠন, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এ ছাড়া উপজেলা প্রশাসনের অায়োজনে সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে অালোচনা সভা, রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অপরদিকে বঙ্গবন্ধুর মাগফিরাত কামনা করে সোনাগাজী উপজেলা অা’লীগ দোয়া মাহফিল, বঙ্গবন্ধু পরিষদে দোয়া ও মিলাদ মাহফিল, কলেজ ছাত্রলীগ কোর’আন তিলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল, ইসলামীক ফাউন্ডেশন উপজেলা মসজিদে কোর’আন তিলাওয়াত ও মিলাদ মাহফিলের অায়োজন করেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অালোচনা সভা, দোয়া মাহফিল ও শিক্ষা উপকরন বিতরনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়।